পাপিয়া হঠাৎ গ্রেপ্তার কেন

প্রথম আলো প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬

কোনো ছবিতে চুল উঁচু করে বেঁধে নরম সোফায় লাঠি হাতে বসে আছেন শামিমা নূর ওরফে পাপিয়া। আবার কোনো ছবিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন তিনি। যুব মহিলা লীগের এই নেত্রীর এমন ছবিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। রাজনীতির মাঠে তিনি সক্রিয়। দলীয় সব কর্মসূচিতে তাঁকে দেখা যেত। তিনি হঠাৎ কেন গ্রেপ্তার হলেন? গতকাল রোববার এ প্রশ্নের জবাব দিতে দ্বিতীয় দিনের মতো সংবাদ সম্মেলন করে র‍্যাব। তবে এসব প্রশ্নের জবাব তারা খোলাসা করে দিতে পারেনি। শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া (২৮), তাঁর স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮) ও তাঁদের সহযোগী সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২) গ্রেপ্তার হন। র‍্যাবের দাবি, তাঁরা পালিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তারের পর গতকালই পাপিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। এ নিয়ে গতকাল কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব-১-এর অধিনায়ক শাফিউল্লাহ বুলবুল। তিনি জানান, পাপিয়ার নামে কোনো মামলার খবর র‍্যাব জানে না। তবে তাঁর স্বামীর বিরুদ্ধে দু-তিনটি খুনের মামলা থাকতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us