জিম্বাবুয়েকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্যে নেমেছে বাংলাদেশ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৮
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করছে জিম্বাবুয়ে। তিনশর নিচে থামাতে পারবে বাংলাদেশ? জিম্বাবুয়েকে যত দ্রুত সম্ভব গুটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। অন্য দিকে অন্তত প্রথম সেশন খেলার লক্ষ্য জিম্বাবুয়ের। ৬ উইকেটে ২২৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে। ক্রিজে রেজিস চাকাভার সঙ্গী ডোনাল্ড টিরিপানো। সফরকারীদের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিনের আশা, নিজের ইনিংস দ্বিতীয় সেশনে নিয়ে যান চাকাভা-টিরিপানো। যত দ্রুত সম্ভব জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে দিতে চায় বাংলাদেশ। প্রথম দিন চার উইকেট নেওয়া নাঈম হাসান আত্মবিশ্বাসী, সফরকারীদের লোয়ার অর্ডার দ্রুতই গুটিয়ে দিতে পারবেন তারা। বাংলাদেশ কী পারবে তিনশ রানের নিচে সফরকারীদের থামাতে?