মেলায় গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে ‘বাংলাদেশের সাহিত্য: পরিপ্রেক্ষিত ও সাম্প্রতিক প্রবণতা’ উল্লেখযোগ্য

যুগান্তর প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪

সব্যসাচী লেখক আহমেদ বাসারের আলোচিত গল্পগ্রন্থ ‘রাতশিকারি’ ( অনিন্দ্য প্রকাশ, প্যাভিলিয়ন নং- ৩১) এর পাশাপাশি এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রবন্ধগ্রন্থ ‘বাংলাদেশের সাহিত্য: পরিপ্রেক্ষিত ও সাম্প্রতিক প্রবণতা’। গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী (প্যাভিলিয়ন নং ১) । গ্রন্থটি ইতোমধ্যে বোদ্ধা পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। গ্রন্থটিতে বাংলাদেশের সাহিত্যের বিষয় ও আঙ্গিকগত বিভিন্ন দিক নিয়ে আঠারোটি প্রবন্ধ স্থান পেয়েছে। বাংলাদেশের কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গল্প ও সমালোচনা সাহিত্যের বিভিন্ন দিক অন্তরঙ্গ বিশ্লেষণে এই গ্রন্থে ধরা পড়েছে। পাশাপাশি আলোচিত হয়েছে সৈয়দ ওয়ালীউল্লাহ, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী, রফিক আজাদ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, শাহাদুজ্জামান প্রমুখ কবি ও সাহিত্যিকের বৈচিত্র্যময় সাহিত্যকর্ম। এসব লেখকের সাহিত্যিক সৃষ্টির মৌল প্রবণতা ও আঙ্গিকগত স্বাতন্ত্র্য চমৎকারভাবে উঠে এসেছে এই গ্রন্থে। বাংলাদেশের সমালোচনা সাহিত্যের ওপর একটি প্রাজ্ঞ আলোচনাও এখানে স্থান পেয়েছে। গুরুত্ব পেয়েছে বাংলাদেশের কবিতায় ব্যক্তির আর্তি ও সমষ্টির আর্তনাদের অনুপম প্রসঙ্গ। কবিতায় নদীর অপরূপ নৃত্যময় উত্থানের প্রসঙ্গটিও লেখক দক্ষতার সঙ্গে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us