ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ড নিতে যাবেন না সালমান

ইত্তেফাক প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৩

মুম্বাইয়ের টিনসেল টাউনে ফিল্মফেয়ার নিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। অনেকেরই দাবি, যোগ্য শিল্পীরা পুরস্কার পায়নি এবং তুমুল পক্ষপাতিত্ব হয়েছে। এরই মাঝে সালমান খানের একটি পুরনো ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সালমান বলছেন তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিতে যাবেন না। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে সেটি বেশ কয়েক বছর আগের। সালমান বলছেন, আমার মনে হয় যাদের আত্মবিশ্বাস কম তারাই অ্যাওয়ার্ড চান। আমি গিয়ে ফিল্মফেয়ার বা অন্যান্য বোকাবোকা অ্যাওয়ার্ড নেব না। জাতীয় পুরস্কার পেলে সেটা সম্মানের বিষয়। সেটা আমি নিজে গিয়ে গ্রহণ করব। সালমান ফিল্মফেয়ারকে কটাক্ষ করে বলছেন, এমন একটা ম্যাগাজিন যেটা আমাদের উপরেই নির্ভর করে চলছে। তারকাদের সাক্ষাৎকারেই যে ম্যাগাজিন চলছে, তারাই আবার অ্যাওয়ার্ড দিতে আসছে। এ তো কদিন পরে আমার গাড়ির চালক বা স্পটবয় বা মেকআপ ম্যান এসে বলবে; আজ আমি আপনাকে অ্যাওয়ার্ড দেব। খুবই বোকাবোকা বিষয়। এবছর জোয়া আখতারের গল্লি বয় বিভিন্ন বিভাগে মোট ১৩টি অ্যাওয়ার্ড পেয়েছে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবির জন্য সেরা নবাগতার পুরস্কার পেয়েছেন অনন্যা পাণ্ডে। এই বিষয়গুলির জন্যই সমালোচনার মুখে পড়েছে ফিল্মফেয়ার। এরপরেই হ্যাশট্যাগ বয়কট ফিল্মফেয়ার ট্রেন্ড শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর মাঝেই সালমান খানের ভিডিওটি ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওতে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us