কয়লা পরিবহনে আইন মানছে না পায়রা ও রামপাল বিদ্যুেকন্দ্র
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৬
দেশের বিদ্যুৎ উৎপাদনের দুটি মেগা প্রকল্প পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রামপাল ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। এ দুই কেন্দ্রের জন্য কয়লা আমদানি-পরিবহনের ক্ষেত্রে আইন-নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের আরেকটি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছে। নৌ-পরিবহন মন্ত্রণালয় সমুদ্রপথে কয়লা পরিবহনের সার্বিক দায়িত্ব বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) দেওয়ার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। তবে ইতিমধ্যে বিদেশি শিপিং কোম্পানিকে কয়লা পরিবহনের কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) সম্পন্ন করে ফেলেছে পায়রা ও রামপালে বিদ্যুৎ উত্পাদনকারী দুই সংস্থা বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি (বিআইএফপিসিএল) এবং বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি (বিসিপিসিএল)।