প্রেমিক-প্রেমিকাদের জন্য হোটেল রুমের ব্যবস্থা করছে অ্যাপস
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৩
অবিবাহিত প্রেমিক যুগলদের জন্য হোটেল রুমের ব্যবস্থা করে দিচ্ছে একাধিক ভারতীয় মোবাইল অ্যাপস। ঘণ্টা চুক্তিতে “কাপল-ফ্রেন্ডলি” হোটেলের ব্যবস্থা করে দিচ্ছে “স্টেআঙ্কল”, “ওয়ো” নামের অ্যাপসগুলো।
যদিও দেশটিতে বিয়ের আগে প্রেম ও ঘনিষ্ঠতাকে সামাজিকভাবে এক ধরনের অপরাধ হিসেবেই গণ্য করা হয়ে থাকে। কিন্তু একদল তরুণ উদ্যোক্তা দীর্ঘদিনের এই সামাজিক প্রথাকে ভাঙতে উদ্যোগী হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি ইতোমধ্যে সাড়া ফেলেছে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে।
পূজা (ছদ্মনাম) নামে মুম্বাইয়ের এক তরুণী জানান, ২০১৬ সালে বন্ধুর সঙ্গে হোটেল রুম ভাড়া নিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল।