লক্ষ্যটা খুব একটা বড় নয়, স্বপ্নের বিশ্বকাপ জিততে বাংলাদেশের চাই ১৭৮ রান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে লাল-সবুজের দলের যুবারা বেশ আত্মবিশ্বাসী শুরু করেন। দুই ওপেনার বেশ দৃঢ়তার সঙ্গেই খেলছিলেন, কিন্তু তানজিদ হাসান তামিম দ্রুত ফিরে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দুই উইকেটে ৬২ রান করে। এর আগে দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে বাংলাদেশের যুবারা ১৭৭ রানে আটকে ফেলে ভারতকে। দলটির পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার জয়সাল। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আঁটসাঁট বোলিংয়ে শুরুটা দারুণ করেন বাংলাদেশের বোলাররা। শুরু থেকেই দুই ওপেনার জয়সাল ও দিব্যানশ সক্সেনার পরীক্ষা নেন শরিফুল-সাকিব।