সংসারের বড় ছেলে হলে অনেক কিছুই সহ্য করতে হয়। আর অসহায় পরিবারে জন্মালে তো কথাই নেই। তেমনি এক বড় ছেলে শাকিল রানা। যিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছেন বিসিএস ক্যাডার হওয়ার। অভাবের সংসার হওয়ায় চা শ্রমিক হিসেবে কাজ করেন। আর এভাবেই তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু এবার ২০ হাজার টাকার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুযোগ পেয়েও ভর্তি হতে পারছেন না।