পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক আসছে সেপ্টেম্বরে
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৩
পুঁজিবাজারকে শক্তিশালী করতে রাষ্ট্রায়ত্ত আরও চারটি ব্যাংককে সেপ্টেম্বরের মধ্যে তালিকাভুক্ত করা হচ্ছে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন, বাণিজ্যিক ব্যাংক ও অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, বিডিবিএল, অগ্রণী, জনতা ও সর্বশেষ সোনালী ব্যাংককে বাজারে নিয়ে আসা হবে। আমরা একটি কমিটি করে দিয়েছি। কমিটিতে চারটি ব্যাংকের একজন করে থাকবেন। এটা আইসিবি কোঅর্ডিনেট করবে। তবে এর মধ্যে সোনালী ব্যাংকের ট্রেজারি পারফর্ম করে। তাই আনতে সময় লাগবে, যোগ করেন…