প্রকল্প বাস্তবায়নের পর তা দেখভালে বাজেট বরাদ্দের পরামর্শ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৫
ডিজিটাল সেবা দেয়ার ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি শিল্পখাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পিপিআরকে গুরুত্ব দিয়ে প্রকিউরমেন্ট করার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। একই সঙ্গে কেবল সেবা উদ্ভাবন নয় তা বাস্তাবায়নের পর তা দেখাশোনার জন্য বাজেটে বরাদ্দ রাখার আহ্বান জানানো হয়েছে। সরকারি প্রতিটি ক্ষেত্রে দেশী সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।