মাদকবিরোধী অভিযানে র্যাবের হাতে নিহত ১৩৮ ব্যবসায়ী
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৬
দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরুর পর গত ২২ মাসে র্যাবের অভিযানে ১৩৮ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পতেঙ্গা র্যাব-৭ সদর দফতরে আয়োজিত মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০১৮ সালের ৩ মে প্রধানমন্ত্রী মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর থেকে বিশেষ অভিযানে র্যাব ৪২ হাজার ৮৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া র্যাবের হাতে ১৩৬ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।’