সালেহ্ বিপ্লব : তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রতিবাদী এক জননেত্রী। কিন্তু এসব কিছুর বাইরে তার বড়ো একটি পরিচয়, তিনি একজন সুলেখক। ছড়া, কবিতা, প্রবন্ধ, অনুবাদ- সাহিত্যের সব শাখাতেই তার স্বচ্ছন্দ বিচরণ। ১৯৯৩ সাল থেকে তিনি বইমেলায় বিচরণ করছেন লেখক হিসেবে। গতবছরের কলকাতা বইমেলা পর্যন্ত মমতার লেখা বইয়ের সংখ্যা ছিলো ৮৮। তিনি সেবছরই জানিয়েছিলেন, এবার অর্থাৎ ৪৪তম …