২০১৮ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রায় এক কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে খাদ্য আর জীবন অভ্যাসের পরিবর্তন আনলে ৬৫ শতাংশ ক্যান্সার ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন ক্যান্সার গবেষক ও চিকিৎসকরা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরিতে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক হাবিবুল্লাহ তালুকদার বলেন, ২০০ প্রকারের বেশি ক্যান্সার রয়েছে। ক্যান্সার অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। ক্য