You have reached your daily news limit

Please log in to continue


নিহতদের স্মরণে পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করলো অস্ট্রেলিয়া

দাবানল অস্ট্রেলিয়ার জন্য অস্বাভাবিক কিছু নয়। স্থানীয়রা একে বুশফায়ার নামে ডাকে। সাধারণত গ্রীষ্মকালে তাপদাহের কারণে প্রতি বছরই সেখানকার জঙ্গলে দাবানল হয়ে থাকে। তবে এবারের দাবানল আগের সব রেকর্ড ও তীব্রতা ছাড়িয়ে গেছে। গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া দাবানলে এই পর্যন্ত ৩৩ জন মারা গেছেন।মঙ্গলবার গ্রীষ্মকালীন বিরতির পর সংসদে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দাবানলের নিহতদের স্মরণে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি এবারের গরমের মৌসুমকে ‘কালো গ্রীষ্ম’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ২০১৯-২০ সালের ‘কালো গ্রীষ্মতে’ আমাদের জাতীয় চরিত্র প্রমানিত হয়েছে। আগুন এখনো শেষ হয়নি এবং আমাদের সামনে এখনো বিপদ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ার এই ভয়ঙ্কর দাবানল মূলত তীব্র তাপদাহ, অনেকদিন ধরে চলা খরা এবং ঝড়ো বাতাসের কারণে এমন ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। দেশটিতে অনেকদিন ধরেই তাপদাহ চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন