এক ঘণ্টা পরীক্ষার পর জানা গেল প্রশ্নপত্র ২ বছর আগের
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫
কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকের ভুলে নীলফামারীর একটি কেন্দ্রে ২০১৮ সালের প্রশ্নপত্রে এক ঘণ্টা পরীক্ষা দিতে হয়েছে ৯৮ এসএসসি পরীক্ষার্থীকে। নীলফামারী জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে সোমবার অনুষ্ঠিত বাংলা প্রথম পরীক্ষায় এ ঘটনা ঘটে। এতে বিক্ষুদ্ধ হয়েছে পরীক্ষার্থী ও অভিভাকরা। রাবেয়া বালিকা বিদ্যালয় সূত্র জানায়, এবারের এসএসসি পরীক্ষায় রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রটিতে জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬২০ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ২০২০ সালের সিলেবাসের ৬১৯ জন এবং ২০১৮ সালের সিলেবাসে একজন পরীক্ষার্থী অংশ নেয়।ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মনিরুল ইসলাম মুন্না বলেন, আমি ২০২০ সালের সিলেবাসের নিয়মিত ছাত্র। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শুরুর ৩০ মিনিট আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের পরীক্ষা হয়। এরপর আমাদের রচনামূলক প্রশ্নপত্র সরবারহ করে কক্ষ পরিদর্শকরা। প্রশ্ন হাতে পেয়েই আমরা খাতায় উত্তর লিখতে থাকি। এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পর দেখতে পাই, আমি যে প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছি তা ২০১৮ সালের। এ সময় আমি কক্ষ পরিদর্শকদের বিষয়টি জানাই। ওই কক্ষে আরও ৯২ পরীক্ষার্থী ছিল। তাদেরও একই প্রশ্নপত্র সরবারহ করা হয়। আমরা বিষয়টি অবহিত করার পর কক্ষ পরিদর্শকরা প্রশ্নপত্রগুলো নিয়ে নেন এবং বিষয়টি কেন্দ্র সচিবকে জানান। এরপর কেন্দ্র সচিব আমাদের ২০২০ সালের প্রশ্নপত্র সরবারহ করেন। এবং আগের খাতাতেই আমরা পরীক্ষা দিই।জিয়া মানিক নামের অপর এক পরীক্ষার্থী জানান, আমাদের মাঝে নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হলেও নতুন খাতা সরবরাহ করা হয়নি।