যশোরের কেশবপুর উপজেলার বিল খুকশিয়ায় ৪৮ বিঘা জমি আছে কৃষক আবদুল মান্নানের। গত মৌসুমে ওই জমি জলাবদ্ধ ছিল। তবে সেচযন্ত্র দিয়ে পানি সরিয়ে সেখানে ১২ বিঘা জমিতে তিনি বোরো চাষ করেছিলেন। ধান পেয়েছিলেন ১৮৫ মণ। কিন্তু ভবদহ অঞ্চলের বিলের এই জমিতে এবার বোরো আবাদের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। কারণ, তাঁর সব জমি এখনো পানির অনেক নিচে।
কৃষক আবদুল মান্নানের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার বরুণা গ্রামে। তিনি...