হুট করেই গানটি তৈরি হয়ে গেলো। সময়ও লাগেনি খুব। মাত্র একটি রাত। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জন্য এক রাতে তৈরি হয় একটি গান। যে গানটিতে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী ও বেলাল খান। এক রাতেই গান লিখলেন এ মিজান, সে রাতেই গানটিতে কণ্ঠ দেন সামিনা-বেলাল।