ঢাকার ভোটের নিরাপত্তায় অর্ধলাখ ফোর্স নিয়োজিত

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০, ০৭:৫০

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্ধলাখ সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে পুলিশ ও আনসার নিয়োজিত থাকছে ভোটকেন্দ্রের নিরাপত্তায়। আর বিজিবি, র‌্যাব ও নৌ-পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে ভোটের এলাকায়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বাহিনী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই ভোটের দায়িত্বে নিজ নিজ সদস্যদের নির্দিষ্ট জায়গায় মোতায়েন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র থেকে জানাগেছে, কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভোটকেন্দ্রে সাধারণ কেন্দ্রে ১৬ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৮ জন করে বিভিন্ন বাহিনীর ফোর্স মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে সোমবার (৩ ফেব্রয়ারি) পর্যন্ত মোট পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। সাধারণ কেন্দ্রে একজন এসআই অথবা এএসআই’র নেতৃত্বে চারজন পুলিশ সদস্য, অস্ত্রসহ আনসার দু'জন ও ১০ জন অঙ্গীভূত আনসার মোতায়েন থাকছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের সংখ্যা দুইজন বেশি রয়েছে। দুই সিটিতে দুই হাজার ৪৬৮ কেন্দ্রের মধ্যে এক হাজার ৫৯৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। আর সাধারণ কেন্দ্র রয়েছে ৮৭১টি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৮ মাস, ১ সপ্তাহ আগে

১০ তলা ভবন নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি

সমকাল | মোহাম্মদপুর, ঢাকা
৮ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us