জহির রায়হান থেকে চাষী নজরুল ইসলাম, কাজী হায়াৎ—বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এ রকম গুণী নির্মাতাদের নির্মাতা হয়ে ওঠার পেছনের গল্প একটু অন্য রকমই। তারা কেউ একদিনে নির্মাতা হয়ে ওঠেননি। নির্মাতা হয়ে ওঠার প্রচেষ্টায় তারা নিজেদের যুক্ত করেছিলেন কোনো জ্যেষ্ঠ নির্মাতার অধীনে সহকারী পরিচালকের দায়িত্ব পালনে। অনেকটা গুরু-শিষ্য পরম্পরার মতো কাছ থেকে জ্যেষ্ঠ নির্মাতাদের কাজ দেখে ও অভিজ্ঞতা অর্জনের মধ্যদিয়ে পুরোদস্তুর নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ তাদের। পরে তারা নির্মাণ করেছেন কালজয়ী সব চলচ্চিত্র।