অরুণ জেটলি, সুষমা স্বরাজ ও জর্জ ফার্নান্দেজকে দেয়া হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ, আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পাচ্ছেন পদ্মশ্রী

আমাদের সময় প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০, ০৬:২৬

শনিবার এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরিকরকে তৃতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করা হয়েছে। গত বছর বিজেপির এই চারজন নেতা প্রয়াত হন। এবারের পদ্ম পুরস্কারের তালিকায় ৭ টি পদ্ম বিভূষণ, ১৬ টি পদ্মভূষণ এবং ১১৮ টি পদ্মশ্রী সম্মান অন্তর্ভুক্ত রয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৩৪ জন মহিলা রয়েছে। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এছাড়া অলিম্পিক পদক বিজয়ী বক্সার মেরি কম, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, বারাণসীর প্রখ্যাত শাস্ত্রীয় গায়ক ছন্নুলাল মিশ্র, গায়ক সুরেশ ওয়াদেকার, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ভেনু শ্রীনিবাসন, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জামির এবং জম্মু ও কাশ্মীরের রাজনীতিবিদ মুজাফফর হুসেন বেগ, বলিউডের করণ জোহর, একতা কাপুর এবং কঙ্গনা রানাওয়াত রয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপকদের মধ্যে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us