রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা প্রতিরোধে পদক্ষেপ নিতে বলা জাতিসংঘের বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, এতে পরিস্থিতির খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। আইসিজের এই রায়ের পর আপিলের আর কোনো সুযোগ নেই। তবে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রায় মানতে বাধ্য করতেও পারবে না। তেমন কোনো উপায় আইসিজের হাতে নেই। গতকাল বৃহস্পতিবার দেওয়া রায়ে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় মিয়ানমার সরকারকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা বন্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় আইসিজে। একই সঙ্গে সরকার ন