ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬৬ কিমিতে এক বছরে অর্ধশত নিহত
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ১০:৪৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। গত এক বছরে সড়কের ৬৬ কিলোমিটার এলাকায় ২৬০টি সড়ক দুর্ঘটনায় অর্ধশত নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ শতাধিক ব্যক্তি। পঙ্গুত্ব বরণ করে দুর্বিসহ জীবন কাটছে অনেকের। সড়ক চারলেনে উন্নীত হওয়ার পরও দুর্ঘটনা কমছেনা। সড়কের মিরসরাইয়ের ধুমঘাট সেতু থেকে সিটি গেইট পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার সড়কের ইসমাঈল কার্পেট এলাকায় অজ্ঞাতনামা ট্রলির ধাক্কায় মো: আলাউদ্দিন (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।