You have reached your daily news limit

Please log in to continue


মাছের ত্বক দিয়ে বানানো পোষাক পরেন যারা

মাছের ত্বক দিয়ে পোশাক তৈরি করেন তারা। তবে আজকাল এ সম্প্রদায়ের লোকেরা মাছের ত্বকের পোষাক তৈরি কমিয়ে দিয়েছেন। রাশিয়ার সীমান্তবর্তী চীনের রাজ্য হেইলংজিয়াংয়ের তংজিয়াং শহরে হ্যাজেন সম্প্রদায়ের মানুষেরা মূলত এ পোষাক তৈরি করেন।গত শতকের ত্রিশ ও চল্লিশ দশকে জাপানিরা মাঞ্চুরিয়া দখল করলে ঐ সম্প্রদায়ের অনেককে হত্যা করা হয়। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হ্যাজেন সম্প্রদায়ের জনসংখ্যা ছিল মাত্র ৩০০ জন। অবশ্য এখন সেটি বেড়ে হয়েছে প্রায় পাঁচ হাজার৷   যেভাবে পোশাকটি বানানো হয় প্রথমে মাছের ত্বক ছাড়িয়ে শুকানো হয়। এরপর তা নরম করে জামাকাপড় তৈরি করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন