You have reached your daily news limit

Please log in to continue


সেই 'সেভেনআপ' খেয়ে কেঁদেছিলেন জুলিও সিজার

বঙ্গবন্ধু গোল্ডকাপে ফিফার শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি গোলকিপার জুলিও সিজার। যিনি ব্রাজিলের এক বিতর্কিত আর সমালোচিত দলের সদস্যও বটে। যে দল ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল খেয়ে 'সেভেনআপ' নামে ট্রলের শিকার হয়ে আসছে। আরেকটি বিশ্বকাপ জয় না করলে এই দুর্নাম ঘুচবে বলে মনে হয়না পাঁচবারের বিশ্বজয়ীদের। জুলিও সিজার বাংলাদেশে এসেও ওই ম্যাচ নিয়ে কথা বলতে বাধ্য হলেন। সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন যে, 'ব্রাজিল ফুটবলের দেশ। এখানে অনেক তারকার জন্ম হয়েছে'। শিরোপা জয়ের 'হেক্সা মিশনে' থাকা ব্রাজিল সেই বিশ্বকাপে সর্বোচ্চ গোল হজমের রেকর্ড গড়েছিল! সেটাও আবার নিজেদের মাটিতে।পরেরবার রাশিয়া বিশ্বকাপেও তারা ছিটকে গেছে কোয়ার্টার ফাইনাল থেকে। ৬ বছর আগের 'ভয়াবহ' সেমিফাইনাল ম্যাচটি নিয়ে আজ কেউ প্রশ্ন করার আগেই সিজার বলতে শুরু করেন, 'এখন আপনারা প্রশ্ন শুরু করতে পারেন। তবে সবাই শান্ত থাকুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন