ভিডিও স্টোরি: পশুপাখি নির্যাতন বিরোধী প্রতীক কৃত্রিম ঠোঁটের পাখিটি
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ১৩:২৩
গ্রেসিয়া নামে টুক্যান পাখিটির ভাঙা ঠোঁট নিয়ে জায়গা হয় কোস্টারিকার একটি আশ্রয়কেন্দ্রে। এমন অবস্থায় গিয়েছিল যে সে পানি খেতে পারছিল না। আর তা দেখেই এগিয়ে আসেন পশু বিশেষজ্ঞ রোনাল্ড সিবাজা। সেখান থেকে তার কৃত্রিম ঠোঁট প্রতিস্থাপন করা হয়, আর গ্রেসিয়া হয়ে ওঠে বন্য পশু-পাখি নির্যাতনের বিরুদ্ধে প্রতীক হিসেবে স্বীকৃতি পেল।