আমাজনের প্রধান জেফ বেজোসকে হোয়াটসঅ্যাপের নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি বার্তা পাঠান সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। এরপরেই হ্যাক হয়ে যায় বিশ্বের শীর্ষ ধনকুবেরের মোবাইল ফোন। ২০১৮ সালে রাতের খাবারে ডেকে বেজোসের এ সর্বনাশ ঘটিয়েছেন তিনি। যুবরাজের ব্যবহার করা নম্বর থেকে পাঠানো গোপন বার্তায় ক্ষতিকর স্পাইওয়্যার ছিল বলে মনে করা হচ্ছে। আর সেই নথি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ফোনে ঢুকে পড়েছে। খবরে জানা গেছে, সৌদি যুবরাজ ২০১৮ সালের বসন্তে তিন সপ্তাহের আন্তঃদেশীয় সফরে যুক্তরাষ্ট্রে যান। মূলত সৌদি আরবের প্রগতিশীল ভিশন তুলে ধরতেই ছিল তার এ সফর। এই সফরে মার্কিন ধনকুবের ও দৈনিক ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোসের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি যুবরাজ। এ সময়েই মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচনা করে জামাল খাসোগির লেখা প্রতিবেদন ছাপায় বেজোসের ওয়াশিংটন পোস্ট।