durgapur news: প্রৌঢ়া বন্দনার স্বামী পরিমল সাঁপুই অ্যালয় স্টিল প্লান্টের কর্মী ছিলেন। অবসরের পর ২০১৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সাঁপুই দম্পতির একমাত্র ছেলে তুষারের একটি দোকান ছিল। অবসরের পর যে টাকাপয়সা ছিল তাতে ভালো ভাবেই সংসার চলে যাচ্ছিল। কয়েক বছর আগে তুষার ডায়াবিটিস রোগে আক্রান্ত হন। এরপর একে একে কিডনি, চোখের উপর প্রভাব পড়ে।