'মামাবাড়ির আবদার নাকি! NPR-এ লিখতে হবে বাবা-মায়ের জন্মস্থানও!' উত্তরে সরব মমতা
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ১৬:২৩
others: বাংলায় এনআরসি এবং সিএএ কার্যকর হবে না বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। টিভি এবং সংবাদপত্রে লাগাতার বিজ্ঞাপন দিয়েছে সরকার। এনপিআরের কাজকর্মও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত ১৬ ডিসেম্বর নবান্ন থেকে এই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়। তার পরেও কামারহাটি ও টিটাগড় পুরসভা এবং বর্ধমানের পূর্বস্থলী ব্লক থেকে এনপিআরের বিজ্ঞপ্তি জারি হওয়ায় বিরোধীরা কাঠগড়ায় তুলছেন রাজ্য সরকারকে।