ইয়েমেনের মারিব শহরের একটি সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা। এই হামলায় ৬০ সেনা সদস্য নিহত ও অনেকে আহত হয়েছে। গতকাল শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। সূত্রের বরাত দিয়ে আল এখবারিয়া টেলিভিশন জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। তবে শনিবারের এই হামলার দায় স্বীকার করেনি হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে অনেকদিন ধরেই আঞ্চলিক শক্তি সৌদি আরব ও ইরানের মধ্যে ছায়াযুদ্ধ চলে আসছে। ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন…