আটাশে নির্মূল কমিটি : প্রাপ্তি ও প্রত্যাশা

জাগো নিউজ ২৪ ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০, ১০:১০

মুজিববর্ষ উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সেদিন দেখা হতেই সহাস্যে বললেন, ‘আপনার জন্য সুখবর আছে। মুজিববর্ষে সরকার বঙ্গবন্ধু পদক প্রবর্তন করতে যাচ্ছে’। আমাকে বলার কারণ গত বছর বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমার লেখা একটি প্রবন্ধে প্রসঙ্গটির অবতারণা করেছিলাম। লেখাটি দৈনিক জনকণ্ঠে ছাপা হয়েছিল। তবে এ কথাও সত্যি যে এটি আমার মৌলিক চিন্তাপ্রসূত নয়। গত বছরই মুজিববর্ষ উদযাপন নিয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে বিষয়টি প্রথম উপস্থাপন করেছিলেন সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির। নির্মূল কমিটির সঙ্গে আমার সাংগঠনিক সম্পৃক্ততা তিন বছরের। সংগঠনটির সর্বশেষ জাতীয় সম্মেলনে আমাকে এর কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে নির্বাচিত করা হয়। তবে সংগঠনটির সঙ্গে আমার চেনাজানা বহু বছরের, বলতে গেলে বৈবাহিক সূত্রে। ৯৬’এ বিয়ের পর থেকেই দেখে আসছি আমার শাশুড়ি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী কী প্রচণ্ড আবেক নিয়ে এই সংগঠনটি করে আসছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us