২০১৮ সালে ব্লাসফেমির মামলায় খ্রিস্টান নারীকে খালাস দেওয়ার কারণে সহিংস সমাবেশে অংশ নেওয়ায় পাকিস্তানের আদালত একটি ইসলামপন্থী দলের ৮৬ জনকে ৫৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বলে শুক্রবার দলটির এক কর্মকর্তা জানিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এক বছরেরও বেশি সময় ধরে চলা এ মামলাটির রায় রাওয়ালপিন্ডি আদালতে ঘোষণা করা হয়। কট্টরপন্থী তেহরিক-ই-লাব্বাইক দলের সিনিয়র নেতা পীর এজাজ আশরাফি বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব।’ দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, দলের প্রধান আলেম খাদিম হুসেন রিজভীর ভাই আমির হুসেন রিজভীও দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন।