পানামায় আদিবাসী ধর্মীয় গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকার একটি গণকবর থেকে এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর পাঁচ সন্তানসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের বিশ্বাস, পানামার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এনগাবে-বাগলে এলাকায় একটি ধর্মীয় গোষ্ঠীর আচারের শিকার হয়েছে ভুক্তভোগীরা। এ ছাড়া ওই এলাকা থেকে একটি স্থানীয় গির্জায় বন্দি করে রাখা ১৫ ব্যক্তিকেও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা রাফায়েল বালোয়েস জানান, গত সপ্তাহান্তে স্থানীয়রা কর্তৃপক্ষকে সতর্ক করেছিল, একটি আদিবাসী পরিচালিত গির্জায় কয়েকটি পরিবারকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। এর পরই পানামা সিটি