ওড়না-টুপিতে ‘না’, যেসব যুক্তি দেখালেন আইডিয়াল অধ্যক্ষ
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ১৯:৪৫
ফাইল ছবি ভর্তিতে অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতিসহ নানা কারণে আলোচনায় থাকা মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজকে নিয়ে এবার নতুন ইস্যুতে সমালোচনা হচ্ছে। স্কুল পর্যায়ের ছাত্র ও ছাত্রীদের ড্রেস কোড পরিবর্তনের প্রতিবাদে এবার আন্দোলন করছেন প্রাচীন এই প্রতিষ্ঠানের অভিভাবকরা। হঠাৎ করে চলতি বছরের শুরু থেকে ছাত্রীদের ওড়না এবং টুপি পরায় নিষেধাজ্ঞা জারি করে বিদ্যালয়টি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করছে শিক্ষার্থীরাও। তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহান আরা বেগম ঢাকা টাইমসকে বলছেন, ‘শিক্ষার্থীদের পোশাকের সৌন্দর্য বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবাই ওড়না পরেও না।