মহাভারতের যুগে অর্জুনের তীরে ছিল পরমাণু অস্ত্রের শক্তি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০, ০৯:৪০
মহাভারতের যুগে অর্জুনের তীরে ছিল পরমাণু অস্ত্রের শক্তি। এবার এমন দাবি করে বসলেন ভারতের পশ্চিমবঙ্গের খোদ রাজ্যপাল জগদীপ ধনকর। গত সোমবার পশ্চিমবঙ্গের প্রকৌশল মেলার অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, ‘মহাভারতের অর্জুনের তীরে ছিল পরমাণু অস্ত্রের মতোই শক্তি।’ বিজ্ঞানকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘বিংশ শতাব্দীতে নয়, উড়ন্ত যান ব্যবহার করা হয়েছিল রামায়ণের যুগেও।’ এর আগে এমন ধরনের মন্তব্য করেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বলেছিলেন, মহাভারতের যুগে ইন্টারনেটের ব্যবহার ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় বলেছিলেন, মেঘলা আকাশে পাক রাডার কাজ করবে না। তাঁর বক্তব্য