You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বের প্রথম জীবন্ত রোবট ‘জেনোবট’

ব্যাঙের স্টেম সেল ব্যবহার করে বিশ্বের প্রথম জীবিত রোবট তৈরি করেছেন বিজ্ঞানীরা। নাম দিয়েছেন জেনোবট। জীবন্ত এ রোবটগুলো হাঁটতে পারে, সাঁতার কাটতে পারে। বাড়তি খাবার সরবরাহ ছাড়াই টানা কয়েক সপ্তাহ দিব্যি টিকে থাকতে পারে। এরা কাজ করে দলবদ্ধভাবে। খবর সিএনএন।যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভারমন্ট ও  টাফটস ইউনিভার্সিটির একদল গবেষক সুপারকম্পিউটারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে করা নকশা এবং গবেষণাগারে পৃথিবীর প্রথম জীবন্ত রোবট তৈরি করেছেন। নখর বিশিষ্ট আফ্রিকান এক প্রজাতির ব্যাঙের স্টেম সেল দিয়ে রোবটটি তৈরি করা হয়। এ রোবটের প্রস্থ ১ মিলিমিটারেরও কম। ফলে এটি খুব সহজে মানুষের শরীরের ভেতরে বিচরণ করতে সক্ষম।স্টেম সেলকে বলা হয় শরীরের আদি কোষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন