জাপানের ধনকুবের ইয়েসাকু মাইজেয়া চাঁদে যাওয়ার নারী সঙ্গী খুঁজছেন
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০, ১৫:৩৭
শাহনাজ বেগম : ‘পরিকল্পিত ঘটকালি’ নামে ওয়েবসাইট তৈরি করে সেখানে একজন ‘জীবনসঙ্গী’ খুঁজছেন বলে নারীদের আবেদন করতে বলেছেন মাইজেয়া। ওয়েবসাইটে মাইজেয়া বলেন, চাঁদে যাওয়ার অভিজ্ঞতাটি তিনি বিশেষ কোন নারীর সঙ্গে ভাগাভাগি করে নিতে চান। বিবিসি তিন মাস ব্যাপী সময়সূচীর আবেদন প্রক্রিয়াটিতে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। আবেদনকারীকে ২০ বছর বয়সী ও অবিবাহিত, ইতিবাচক চিন্তাভাবনা এবং …