ফেব্রুয়ারিতে দেশে ফেরা হচ্ছে না এন্ড্রু কিশোরের

সময় টিভি প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০, ১৮:৫০

আগামী ফেব্রুয়ারি মাসে চিকিৎসা শেষে দেশে ফেরার কথা ছিলো কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের। দীর্ঘদিন থেকে তিনি ক্যান্সারে আক্রান্ত। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন এই কন্ঠশিল্পী। চিকিৎসকরা জানিয়েছেন ফেব্রুয়ারিতে দেশে ফেরা হবে না তার। এর আগে চিকিৎসকের বরাত দিয়ে এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস জানান, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে ৪টি সাইকেলে তার ১৬টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম সাইকেলের প্রথম কেমোথেরাপিও দেওয়া হয়েছে। এখনো ৭টি কেমো দেওয়া বাকি। বর্তমানে এখন তার শারীরিক নানা সমস্যার কারণে কেমোথেরাপি বন্ধ রাখা হয়েছে। মোমিন বিশ্বাস বলেন, চিকিৎসকরা শুরুতে জানিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সবগুলো কেমোথেরাপি দেওয়া শেষ হয়ে যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us