কীভাবে অর্থব্যয় করেন ধনকুবেররা

প্রথম আলো প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০, ১২:৩৯

ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ তরুণ ধনকুবেরের সম্মিলিত সম্পদের পরিমাণ ২ হাজার ৮৫০ কোটি ডলার। তাঁরা কম বয়সে এত অর্থের মালিক হয়ে কী করেন বা কীভাবে এই অর্থ ব্যয় করেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল থাকে। বিল গেটসের মতো বয়স্ক ও শীর্ষ ধনী যেখানে ধনীদের ওপর আরও করারোপের আহ্বান জানান, সেখানে তাঁরা বিলাসব্যসনেই মত্ত থাকেন। সম্ভবত বয়স এর একটা কারণ। এই তরুণ শীর্ষ ধনীর তালিকায় সবচেয়ে কম বয়সী হচ্ছেন ২২ বছর বয়সী রিয়েলিটি শো তারকা ও মেকআপ মোগল কাইলি জেনার। ১০০ কোটি ডলারের মালিক এই তরুণীর সম্পদের উৎস কাইলি কসমেটিকস। এই তরুণী মূলত নতুন নতুন বাড়ি কেনা, বিলাসবহুল গাড়িতে নানা বৈশিষ্ট্য যুক্ত করা ও শিশুসন্তান স্টরমি ওয়েবস্টারের সঙ্গে ছুটি কাটাতে ভালোবাসেন। তিনি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সম্পদ জাহির করে থাকেন। নিজের ২২তম জন্মদিনে ২০ কোটি ডলার দিয়ে এক প্রমোদতরি ভাড়া নিয়েছিলেন তিনি। সেই প্রমোদতরির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন কাইলি। জেনারের পর স্ন্যাপচ্যাটের সহপ্রতিষ্ঠাতা ইভান স্পিগেলের কথা বলা যায়। ২৯ বছর বয়সী এই তরুণ বিশ্বের তরুণ শীর্ষ ধনীদের অন্যতম। তবে জেনারের মতো নন তিনি, সময় ও অর্থ ব্যয় করার ক্ষেত্রে তিনি অনেকটা ব্যক্তিগত, জাহির করার স্বভাব তাঁর নেই। বিশেষ করে ২০১৭ সালে মডেল মিরান্ডা কেরকে বিয়ে করার পর তিনি এভাবেই জীবন যাপন করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us