সত্য-মিথ্যা যাচাই ছাড়া ইন্টারনেটে কিছু শেয়ার করবেন না : প্রধানমন্ত্রী
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২০, ১০:০৭
ইন্টারনেটে ক্ষতিকর ডিজিটাল কনটেন্ট ফিল্টারিংয়ের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সত্য-মিথ্যা যাচাই ছাড়া ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু শেয়ার বা পোস্ট না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।