শীতকাল এলেই চারিদিকে রঙিন ফুলে সেজে ওঠে প্রকৃতি। এসময়টাতে ফুল থেকে মধু আহরণে মৌচাক বাঁধে মৌমাছি। সাধারণ বিভিন্ন গাছের ডালে মৌচাকের দেখা মেলে। ইদানিং বিভিন্ন ভবনেও প্রায়ই দেখা যায় মৌচাক। উঁচু গাছের সংখ্যা কমে যাওয়ায় ভবনে এ ধরনের মৌচাকের সংখ্যা বাড়ছে বলে মনে করা হয়। তবে একটা-দুটা নয়, নওগাঁর একটি বহুতল ভবনে এবছর বসেছে শতাধিক মৌচাক।জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদের ওই ভবনটির কার্ণিশে বসা মৌচাকগুলো দেখতে ভিড় করছেন এলাকার মানুষজন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করে উপার্জিত অর্থ দিয়ে ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।জানা গেছে, গেল তিন বছর ধরে শীতকালে এ ইউনিয়ন পরিষদের এই ভবনটির চারপাশের কার্নিশে প্রাকৃতিকভাবে শীত মৌসুমে মৌচাক বসছে।