ভবিষ্যৎ নিয়ে কে ভাবে না? ভাবে সবাই। কেউ ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে ভাবেন, কেউ আবার ভাবেন ভবিষ্যতের পৃথিবী নিয়ে। তাই বিশ্বে ভবিষ্যদ্বাণীরও অভাব নেই। কিছু কিছু আবার আশ্চর্যজনকভাবে পুরোপুরি মিলেও যায়। কিছু আবার মেলে না। তখন শুরু হয় ভবিষ্যতের বাণীর সঙ্গে বর্তমানের তুলনা।২০১৯ সাল শেষের দ্বারপ্রান্তে, আসছে ২০২০। বছরটি নিয়েও ভবিষ্যদ্বাণী হয়েছে ঢের। কোনোটি ২০ বছর, কোনোটি আবার অর্ধশতাব্দী আগে! আসুন, দেখে...