সুইডিশ লেখক ও ডকুমেন্টারি ফিল্মমেকার জোহান নরবার্গ ছয়টি যুক্তি তুলে ধরে ২০১০-১৯-কে সেরা দশক বলেছেন। জেনে নিন কারণগুলো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তিনি আবার নোবেলজয়ী সাহিত্যিকও। চার্চিলের একটা বিখ্যাত উক্তি আছে, একজন হতাশাবাদী প্রতিটি সুযোগে অসুবিধা দেখেন, একজন আশাবাদী প্রতিটি অসুবিধায় সুযোগ দেখে থাকেন।নতুন বছরের প্রত্যাশা হিসাব...