মেয়র আসেন মেয়র যান, কিন্তু বাড়িভাড়া বৃদ্ধির লাগাম টেনে ধরা যায়নি রাজধানী ঢাকায়। যদিও এ সংক্রান্ত একটি আইন আছে পাশাপাশি ২০০৭ সালেই সিটি করপোরেশন থেকে তৈরী করা হয়েছিলো এলাকাভিত্তিক বাড়ি ভাড়ার তালিকা। কিন্তু সেসব প্রয়োগে কখনোই নজর দেয়নি নগর কর্তৃপক্ষ। আসন্ন নির্বাচন ঘিরে ভাড়াটিয়ারা চান বাড়িভাড়া নিয়ন্ত্রণে ভুমিকা রাখবেন নির্বাচিতরা। ওমর ফারুকের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট।