ইরান ঘোষণা দিয়েছে, তারা ২০১৫ সালের পরমাণু চুক্তির কোনো বিধিনিষেধ মানবে না। এক বিবৃতিতে ইরান জানিয়েছে, এখন থেকে তাদের পরমাণু সক্ষমতা বৃদ্ধি, পরমাণু মজুদ কিংবা পরমাণু নিয়ে গবেষণার ক্ষেত্রে আর কোনো রাখঢাক থাকবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রাজধানী তেহরানে মন্ত্রিসভার এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় ইরান। ইরাকের রাজধানী বাগদাদে গত শুক্রবার ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কাসেম সোলেইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট ও উত্তেজনা বিরাজ করছে। বাগদাদ থেকে পাওয়া খবরের বরাতে বিবিসি জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় সেখানকার মার্কিন দূতাবাস চত্ত্বরে লক্ষ্য করে হ