বিশ্লেষণ: কাসেম সোলাইমানির বিকল্প পাওয়া ইরানের জন্য কঠিন হবে
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২০, ১৪:৪৮
তেলের দাম বাড়তে শুরু করেছেইরান তার অন্যতম গুরুত্বপূর্ণ এক সন্তানকে হারাল। নিঃসন্দেহে এটা এক বড় যুদ্ধের শুরু মাত্র। ইরানের কাছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির কাছেও জেনারেল কাসেম সোলাইমানি তেমনি প্রিয়তমদের একজন। আর শুক্রবার সকালকে এই হত্যার জন্য বেছে নেওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ। ট্রাম্পের জন্য নির্বাচনে জিততে এ রকম বড় কোনো পদক্ষেপ প্রয়োজন ছিল। যুক্তরাষ্ট্রের অনেক টিভি চ্যানেলেই প্রাথমিকভাবে এই ঘটনাকে ইতিবাচক এক অভিযান হিসেবে অভিহিত করা হয়েছে। আন্তর্জাতিক আইনে এ ধরনের আক্রমণকে ‘সন্ত্রাস’ হিসেবে চিহ্নিত হলেও টুইটার-প্রেমী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই ঘটনা শেষে মার্কিন পতাকার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পোস্ট’ দিয়ে দেশের ভেতর জাতীয়তাবাদী শ্লাঘা জাগিয়ে তুলতে দেরি করেননি।