সিল্ভোপ্যাসচার পদ্ধতিতে একই জায়গায় হচ্ছে বনায়ন ও পশুপালন
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২০, ২০:৪৪
বানিজ্যিকভাবে গবাদি পশুপালনের কারণে বাড়ছে বন নিধন, কমছে অক্সিজেনের উৎস, বাড়ছে তাপমাত্রা। যা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রভাব ফেলছে। তবে জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, বন উজাড় না করেও বানিজ্যিক পদ্ধতিতে পশুপালন সম্ভব। সিল্ভোপ্যাসচার নামের নতুন পদ্ধতিতে একসাথে একই জায়গায় বনায়ন ও পশুপালন সম্ভব।