এনআরসি ইস্যুতে ঢাকা নজর রাখছে : নতুন পররাষ্ট্র সচিব
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২০, ২০:৪৩
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে সৃষ্ট পরিস্থিতির ওপর বাংলাদেশ নজর রাখছে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপাক্ষিক-বহুপাক্ষিক সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাব সদস্যদের সঙ্গে পরিচিতিমূলক সৌজন্য সাক্ষাতে এক প্রশ্নের জবাবে মোমেন এসব কথা বলেন। ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কে চ্যালেঞ্জ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবসময় চ্যালেঞ্জ থাকে। কানাডা-যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র-ম্যাক্সিকোর মধ্যে চ্যালেঞ্জ রয়েছে। সুতরাং এ চ্যালেঞ্জের মধ্যেই কাজ করতে হবে।