সঙ্গীত জীবনের সুবর্ণ জয়ন্তীতে ফরিদা পারভীনকে সংবর্ধনা
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৭
ঢাকা: ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’ গান দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, দেখতে দেখতে সে পথ পৌঁছেছে দীর্ঘ ৫০ বছরের প্রান্তে। আর সে পথের প্রান্তে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি ফরিদা পারভীন। লালন সঙ্গীত এবং ফরিদা পারভীন; বাংলাদেশের গান ভালোবাসা মানুষগুলোর কাছে পরস্পর পরিপূরক এবং অবিচ্ছিন্ন দু’টি নাম। লালন সাঁইজির গানের প্রসঙ্গ উঠলেই বাঙালির মনে প্রথমেই যার কন্ঠস্বর ও সুর বেজে ওঠে, তা নিশ্চিতভাবেই ফরিদা পারভীনের। লালনের দর্শনের সাথে তার আবেগ এবং অনুভূতিকেও কণ্ঠে তুলে আনেন অপার ভালোবাসায়। এই মানুষটিই এবার পূর্ণ করলেন সংগীত জীবনের ৫০ বছর।