You have reached your daily news limit

Please log in to continue


আজ মঞ্চে নওশাবার পুতুলনাটক

আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে পুতুলনাটক 'মুক্তি আলোয় আলোয়'। এর মূল ভাবনা ও নির্দেশনায় আছেন কাজী নওশাবা। তিনি জানান, নির্যাতনের শিকার এক কিশোরীর সত্য ঘটনা অবলম্বনে নাটকটি রচিত হয়েছে, যা পুতুলনাট্যের মাধ্যমে মঞ্চে পরিবেশন করা হবে। পুতুলের মাধ্যমে নির্যাতিত কিশোরীর গল্প মঞ্চে তুলে ধরবেন পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে [সিআরপি] চিকিৎসারত কয়েক তরুণ-তরুণী।এ প্রসঙ্গে নওশাবা বলেন, 'সাধারণ মানুষের চোখে যারা পক্ষাঘাতগ্রস্ত, আমার চোখে তারা হুইলচেয়ার যোদ্ধা। হুইলচেয়ারে বসেও তারা কিছু করে দেখাতে পারেন। এর প্রমাণ মিলবে মুক্তি আলোয় আলোয় পুতুলনাটকটি দেখার পর। আশা করছি, এ আয়োজন অনেকের মনে দাগ কাটবে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন