আইসিসির এফটিপি অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে বাংলাদেশের খেলার কথা আছে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট। টি-টুয়েন্টি খেলতে রাজি হলেও দেশটিতে টেস্ট সিরিজ খেলতে আগ্রহী নয় বাংলাদেশ। ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে এর ভবিষ্যৎ নিয়ে। সপ্তাহখানেকের মধ্যে পাকিস্তানে টি-টুয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরতে চায় বাংলাদেশ দল। ঝুঁকিপূর্ণ দেশটিতে দীর্ঘদিন অবস্থান করে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে আগ্রহী নন খেলোয়াড়-কোচরাও। নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিজ্ঞাপনবিজ্ঞাপন এমন অবস্থায় টেস্টের ভাগ্য নিয়ে মন্তব্য করা কঠিন বিষয় হিসেবে উল্লেখ করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিরপেক্ষ ভেন্যুতে তারিখ পিছিয়ে হতে পারে সিরিজটি।